পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সাধারণ মানুষের নিরাপদে বসবাসের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদাইপুর বাজারে উপজেলা কৃষক দল এ শান্তি সমাবেশের আয়োজন করে।
মোঃ জবেদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।
বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রভাষক ইকবাল হোসেন, বাবর আলী গোলদার, আজহারুল ইসলাম, লুৎফর রহমান, যুবদল নেতা শহিদুর রহমান, আবু হুরায়রা বাদশা, শিক্ষক বদিউজ্জামান, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার ও মামুন সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।