মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন নির্যাতন, দমন নিপীড়নের কারণে দীর্ঘ ১৬ বছর ধরে জামায়াতের ইসলামীর প্রকাশ্যে রাজনীতি এক প্রকার বন্ধই ছিলো।
গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর জামায়াতে রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হয়। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের মাধ্যমে দেশ সেবার লক্ষ্য নিয়ে সারাদেশে জনসংযোগ বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। সেই উদ্দেশ্যকে গতিশীল করতে পাঁচবিবিতে ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি পৌর এলাকার কাশেম চৌধুরী মোড় এলাকায় সোনালী ব্যাংক সংলগ্ন স্হানে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিমে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রী মজলিশে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।