Tuesday , 3 September 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

দুই শিবির কর্মীকে গুলি করে হত্যা, মামলার আসামি ৬২

প্রতিবেদক
Admin
September 3, 2024 9:24 pm

নিজস্ব প্রতিনিধি, দেবহাটা, সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় ২ শিবির কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক এমপি, সাবেক এসপিসহ ৬২ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি দেবহাটা থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশনা দিয়েছেন। জানা গেছে, যৌথবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই শিবিরকর্মী হত্যার ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭ নম্বর আদালতে নিহত মারুফ হোসেনের ভাই মোকফুর হাসান বাদী হয়ে এ মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, আঃ খালেকের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, তৎকালীন এস.আই শেখ আলী আকবর, এস.আই তপন কুমার সিংহ, এস.আই ইউনুস আলী গাজী, এস.আই ,তানভীর হাসান, পি. এ.এস.আই, মদন মোহন অধিকারী, এ.এস.আই, দেবাশীষ অধিকারী, এ.এস.আই, শফিকুল ইসলাম, রোকন উদ্দীন, নাঃ- ১৬৩, জাহাঙ্গীর, কং- ৬১৬,আঃ সালাম, কং- ৬৬১,জামিরুল ইসলাম, কং- ৬৪১, গৌতম সাহা, কং- ৩৫৯,মাহাফুজুল হক, কং- ৩৭৪,আঃ মজিদ, কং- ৪৯৩,আনোয়ার, কং- ৭১৭, রেজাউল, কং- ৩৯৯,ইব্রাহিম খলিল, কং- ১৮৪,আবু জাফর, কং- ১৩৭,মঞ্জুরুল, কং- ২৯৫,নূর ইসলাম, কং- ৬২৬,মেহেদী, কং- ১১৩,ইসমাইল, কং- ৪১৭, শাহনেওয়াজ, কং- ৪৭৭, আব্দুল্লাহ, কং- ৭৬৮, কামাল, কং- ৭৬৪, সৌমিত, কং- ৫৭২, মেজর আহম্মেদ হোসেন সোহেল, ডিএডি ওয়াফি হাঃ শহীদ, নাঃ মেহেদী, সামীম, সৈনিক হোসেন, সৈনিক খালিদ, কং জামাল, সৈনিক গোলজার, সুবেদার, মঞ্জু মোল্যা, ল্যাঃ নাঃ জসিম, সিঃ, মিজান, সিঃ রেজাউল হক, মোশারফ হোসেন।

এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি , যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, মান্নান হোসেন, সুভাস ঘোষ, আরিফ বিল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ গাজী, দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নির্মল কুমার মন্ডল, আকবর আলী, আছরপ গাজী ও আকিনুর গাজী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৬ জানুয়ারি দেবহাটায় গ্রেফতারের পর ছাত্র শিবিরের দুই নেতা মারুফ হোসেন (২৪) ও আবুল কালাম (২২) কে গুলি করে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে।

সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় মামলা করার সাহস পায়নি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায় বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে বাদী নিহত মারুফ হোসেনের ভাই মোকফুর হাসান জানান। বাদী পক্ষের আইনজীবী হাফিজুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ দিলু সাধারন সম্পাদক মাসুদুর রহমান

পাইকগাছায় ল্যান্ড ওয়াটার প্রকল্পের শেয়ারিং সভা অনুষ্ঠিত

ডোমারে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

জাতির জনক ট্যাগ ব্যবহার করে ফ্যাসিজমের প্রতিষ্ঠা করা হয়েছিলো – সলিমুল্লাহ খান

ডোমারে তুহিন ভাইয়ের আগমনে লায়ন সংঘের আনন্দ মিছিল

সাপাহারে পাতাড়ী ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

কালাইয়ে দৈনিক ইত্তেফাক ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কালাইয়ে দৈনিক ইত্তেফাক ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কালাইয়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী গণসংযোগ তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টারঃ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয় প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় সরব হয়ে উঠেছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করছেন তাঁরা। এই নির্বাচনকে কেন্দ্র করে আগাম গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণায় নেমেছেন জয়পুরহাটের-২ আসনের বিএনপি’র মনোনয় প্রত্যাশী সাবেক সচিব মো. আব্দুল বারী। সোমবার দিনব্যাপী জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর, মোসলেমগঞ্জ, বিনইল, টাকাহুত, নুনূজ, দুধাইল, মান্দাইসহ প্রায় ১১টি গ্রাম ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণায় করেন মো. আব্দুল বারী। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শে বিশ্বাসী, বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত, একান্ত আস্থাভাজন ও বিএনপি প্রতিষ্ঠার শুরুর সময়ের সদস্য, সাবেক গ্রাম সরকার প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবর রহমান হলের ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সহ-ক্রিয়া সম্পাদক, বিএনপি’র চেয়ারপারসন কার্যালয়ের পরিচালক এডমিন, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সাবেক মহাসচিব, ঢাকা জেলার সাবেক ডিসি, ঢাকা বিভাগীয় সাবেক কমিশনার, সাবেক সচিব আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর-৩৫ নং) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী। জানা যায়, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি-শিবসমুদ্র শগনা গ্রাম থেকে মো. আব্দুল বারী কার ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার উদয়পুর, মোসলেমগঞ্জ, বিনইল, টাকাহুত, নুনূজ, দুধাইল, মান্দাইসহ প্রায় ১১টি গ্রাম ও বিভিন্ন হাট-বাজারে গণসংযোগে যান সাবেক সচিব মো. আব্দুল বারী। এইসময় তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন কালাই উপজেলার বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা। ওই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। তার উপস্থিতিতে এলাকার উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। গনসংযোগ ও উঠান বৈঠককালে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা- ‘উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিমূল তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান জয়পুরহাটের-২ আসনের বিএনপি’র মনোনয় প্রত্যাশী সাবেক সচিব মো. আব্দুল বারী। এ সময় অন্যান্যের মধ্যে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারী অধ্যপক মো. আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা মো. মতিন সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবদলের নেতা মেহেদী হাসান, কালাই উপজেলার কৃষক দলের সাবেক আহবায়ক জিএম বাবলু, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. রুহুল আলিম, মো. মাহবুবুর রহমান ও উদয়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল মমিনসহ হাজারো দলীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

কালাইয়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী গণসংযোগ

ডোমার পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন ইঞ্জিঃ তুহিন

ডোমারে বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল