পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দার ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে আওয়ামী নেতা ও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু জাফর মল্লিক এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গড়ইখালীর শান্তা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজির উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা কামরুল শেখ, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গাইন, হামিদ গাইন, খায়রুল ইসলাম, হাফিজুর গাইন, আসাদুল সরদার, লিটন, কেসমত ফকির, হাবিবুর রহমান, তানভীর, আজহারুল ইসলাম, শাহআলম, আব্দুল হান্নান, আনারুল ইসলাম, রমজান, তামিম ও তানভীর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।