আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ডোমার উপজেলা শাখার অফিস উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ডোমার শহীদ ধিরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্ত¡র হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় শ্রমিকের ন্যয্য দাবী আদায় ও শ্রমিক ছাটাই এর বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান দিতে থাকে।
পরে ডোমার বাজার বাটার মোড়ে এক সমাবেশে মিলিত হয়। ডোমার উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি হিসাবে জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ শাহ, ডোমার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা খন্দকার আহমাদুল হক মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।