আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি জামে-উল-উলুম ফাযিল (বিএ) মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে তার অপসারণ ও বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
তাদের অভিযোগ মাদ্রাসা সংস্কারের যৌক্তিক দাবী মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করায় শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন শিক্ষক ইলিয়াস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, অভিভাবক ও এলাকাবাসীর অয়োজনে রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সকলের অংশগ্রহনে মাদ্রাসা ক্যম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার মূল ফটকে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে। এ সময় প্রায় ঘন্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
ছাত্র আবুল কালাম আজাদের সভাপতিত্বে অবিভাবক প্রতিনিধি হিসাবে রকিব হাসান রন, সাজ্জাদ চৌধুরী, ছাত্র তুহিন ইসলাম, আব্দুর রহমান, মাহমুদ হোসেন রতন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইসরাফিল ইসলাম ডন, শরীফ বিল্লাহ, আদনান প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।
ছাত্র নির্যাতন, স্বেচ্ছাচারীতা, ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারী মনোভাব প্রকাশ করাসহ নানা অনিয়মের অভিযোগে শিক্ষক ইলিয়াস হোসেনের অপসারণ ও বিচারের জোর দাবী জানান বক্তারা। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।