স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় মৎস্য ঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের একজন ঘের ব্যবসায়ীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী আবুল কাশেম দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। তিনি ১৬ই সেপ্টেম্বর সোমবার দুপুর প্রায় ২ টার দিকে বাড়ি থেকে মৎস্য ঘেরে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যুবরন করেন। পার্শ্ববর্তী ঘের ব্যবসায়ী রমজান আলী বলেন, তিনি খালে মাছ ধরছিলেন। কাশেম দ্রুত পাশ কাটিয়ে তার ঘেরের দিকে প্রায় ঘেরের কাছাকাছি পৌছালে হঠাৎ বজ্রপাত হয় এবং কাশেম তার থেকে একটু দূরে থাকার কারণে ভালো বুঝতে না পারলেও বজ্রপাতের পরপরই ওখান থেকে ধোয়ার মতো উড়তে দেখা যায়। সেই সময় আশেপাশের লোকজন কে জানালে তারা এসে দেখে কাশেমের নিথর দেহ পড়ে আছে ঘেরের ভেড়িতে। নিহত আবুল কাশেমের একটি ছেলে ও একটি মেয়ে আছে। দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল বজ্রপাতে আবুল কাশেম নামের একজন মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছেন।