আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী পৌর কাচাঁ বাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার কাচাঁ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী।
বিশিষ্ট ব্যবসায়ী আজাহারুল ইসলাম জামাই এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।
এ সময় অতিথি হিসাবে সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম, প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, দেলাওয়ার হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি এন্তাজুল হকসহ অন্যান্য দোকানদারগণ বক্তব্য প্রদান করেন।
বক্তারা অভিযোগ করে বলেন আগের কাচাঁ বাজার ভেঙে পূর্ণ-নির্মানের কাজ শুরু করে পৌর প্রশাসন। কিন্তু ৩ মাসের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘ ৭ মাস যাবত কচ্চপের গতিতে নির্মাণ কাজ পরিচালনা করায়, ক্ষোভ প্রকাশ করেন তারা। বর্তমানে যেখানে বাজার স্থান্তর করা হয়েছে সেখানে সামান্য বৃষ্টিতে কাদাঁ পানি জমে থাকায় গ্রাহকগণ ঠিকমত বাজার করতে না পারায় চরম লোকসানের শিকার হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা।
চলমান নতুন মার্কেটে গিয়ে সমিতির নতুন কমিটি গঠন করার সিন্ধান্ত গ্রহন করা হয়। অতি দ্রæত নতুন মার্কেটের কাজ সু-সর্ম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে জোর দাবী জানান তারা।