আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“শান্তির সংস্কৃতি গড়ে তোলা” এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে নীলফামারীর বাংলাদেশ স্কাউটস আয়োজিত “বিশ্ব শান্তি দিবস”-২০২৪ উদযাপনে সাইকেল র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ডোমার উপজেলা পরিষদ চত্ত¡¡রে প্রধান অতিথি হিসাবে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস এর সভাপতি নাজমুল আলম।
এ সময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ছলেমান আলী, শালকী মুক্ত মহাদলের সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটস কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সহ-কমিশনার শাহানারা বেগম লাকী, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন, মায়েদুল ইসলাম তুর্য বসুনিয়া, আফছানা ইয়াসমিন আশা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মিলে প্রায় ২ শতাধীক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
উদ্বোধনের পর উপজেলা চত্ত¡র হতে সাইকেল র্যালিটি ডোমার শহর প্রদক্ষিণ করে চিলাহাটি অভিমুখে হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনে যাত্রা বিরতি করেন। পরে সেখানকার শিক্ষক ও ছাত্রছাত্রী মিলে জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাইকেল চালিয়ে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ এর সঞ্চালনায় মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, শিক্ষার্থী লিজা মনি বক্তব্য রাখেন।
সেখানে এলাকার গণ্যমান্য সুধীজন এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ আন্তর্জাতিক শান্তি বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনের পরামর্শ প্রদান করেন। পরে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কারা হয়।