আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যান পরিষদ-এমকেপি, নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন কাহারোল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
“নারী অধিকার ও অর্ন্তভুক্তি মূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ” শীর্ষক (‘যুক্ত’) প্রকল্পের আওতায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি হিসাবে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বোরহান উদ্দিন।
পরে সেখান থেকে এক র্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশনেয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী’র সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, প্রকল্পের স্কুল ফ্যাসিলেটর আসমা আক্তার, ফিল্ড ফ্যাসিলেটর জ্যোতিষ অধিকারী, নিরঞ্জন দত্ত, সিএসও সদস্য বেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কাহারোল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু কুমার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, মনোয়ারুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ উপজেলা দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন কন্যাশিশু সমাজের বোঝা নয়, তাদের অবহেলা না করে সঠিক ভাবে যতœকরে গড়ে তুললেই, তারাই একদিন হতে পারে আগামীর বাংলাদেশ গড়ার হাতিয়ার।