আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্ণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে স্কাউট ভবনে গিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলা স্কাউট কমিশনার, সম্পাদকসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা ভুমি অফিস পরিদর্শন করে ভুমি সেবা বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্র্রদান করেন জেলা প্রশাসক। বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শাকেরিনা বেগম, ডাঃ কামরুজ্জামান নোবেল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারী হাফেজ আব্দুল হক, স্কাউট কমিশনার নাজিরা আক্তার ফেরদৌসী প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।