আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শাররদীয় দুর্গাপুজা, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ট ও সুন্দর ভাবে পুজা উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতি মূলক সভা ও জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রবিবার সকাল ১১টা উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমর থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, সেনা বাহিনীর ডোমার ডিমলার দ্বায়িত্ব প্রাপ্ত অফিসার মেজর জাহিদ মাহামুদ, উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারী হাফেজ আব্দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, আনসার ভিডিপি প্রশিশক্ষক রুবেল ইসলাম, ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারীর, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, মন্ডপ সভাপতি শেখর সাহা, নিখিল সাহা, উজ্জল কাঞ্জিলাল, প্রভাষক গৌরাঙ্গ কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ, আনসারের পাশাপাশী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনী মাঠে কাজ করবে। সাম্প্রদায়িক ও সম্প্রিতি বজায় রেখে সুন্দর ও সুষ্ঠুভাবে পুজা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন সনাতন ধর্মীয় নেতারা। আলোচনা শেষে ১শত পুজা মন্ডপে সরকারের পক্ষ থেকে জিআর চালের ডিও বিতরণ করা হয়।