দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। দেবহাটায় জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার ১৪ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত দিবসটি পালনের লক্ষ্যে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দেবহাটা ফুটবল মাঠের মঞ্চে আলোচনা সভা ও দেবহাটা ফায়ার স্টেশনের তত্ত্বাবধানে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।
চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইউনুস আলী, সাংবাদিক আবু সাঈদ, দেবহাটা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রেহানা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি এসময় দূর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, যেকোন আপদকালীন সময়ে সকলকে একযোগে কাজ করে তা মোকাবিলা করতে হবে। শেষে দেবহাটা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইউনুস আলীর নেতৃত্বে দূর্যোগকালীন সময়ে রক্ষা পেতে তার টিমের মহড়া অনুষ্ঠিত হয়।