Thursday , 17 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

ভ্রমণ নিষেধাজ্ঞায় পর্যটক-শূন্য খাগড়াছড়ি তিন সপ্তাহে লোকসান ১২ কোটি টাকা

প্রতিবেদক
Admin
October 17, 2024 10:19 am

বিজয়ের আলো: ৩১শে অক্টোবর পর্যন্ত ভ্রমণের উপর নিষেধাজ্ঞায় সারাবছর পর্যটকে মুখরিত পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন পর্যটক শূণ্য। চিরচেনা সেই দৃশ্য এখন আর নেই। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিনের ছুটিতে হোটেল-মোটেল গুলোতে বুকিং নেই। পর্যটক না থাকায় রুমগুলো ‘ফাঁকা’। অলস সময় কাটাচ্ছেন পর্যটকবাহী গাড়ির চালকরা।

গত তিন সপ্তাহে পর্যটক সংশ্লিষ্ট খাতে অন্তত ১২কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কোনো উৎসব ছাড়াও সারাবছর খাগড়াছড়ির পর্যটক কেন্দ্র হাজারো পর্যটকে মুখর থাকতো। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝরণা, জেলা পরিষদ পার্কসহ কোনো কেন্দ্রেই কোনো পর্যটক নেই। আলুটিলা সবসময় পর্যটককে ঠাসা থাকলেও এখন সেখানে ‘সুনসান নিরবতা’।

গত ১৮ই সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুম নাতে এক বাঙালি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পর গত ১৯শে সেপ্টেম্বরের পর থেকে খাগড়াছড়িতে পর্যটক আসেনি। এরপর গত ১লা অক্টোবর শিক্ষার্থীরা এক শিক্ষককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটে।

সহিংসতায় প্রাণ গেছে ৫ জনের। এরই মধ্যে প্রশাসন আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ফলে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিনের ছুটি থাকলেও হোটেল-মোটেল গুলোতে বুকিং নেই। পর্যটক না থাকায় রুমগুলো ‘ফাঁকা’ পড়ে আছে। অলস সময় কাটাচ্ছেন পর্যটকবাহী গাড়ির চালকরা। পর্যটন কেন্দ্রের আশপাশের অনেক রেস্টুরেন্ট ও দোকান বন্ধ হয়ে গেছে। বেতন দিতে পারছে না শ্রমিকদের। এ সংকটের অবসান চান পর্যটক নির্ভর মানুষগুলো।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষ্যমবিরোধী আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাহাড়ে পর্যটক সমাগমও বাড়ছিল। এরইমধ্যে ১৮ই সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটর সাইকেল চুরির অভিযোগে মামুন হত্যাকাণ্ডে ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ‘পাহাড়ি-বাঙালি’ সংঘষের পর পর্যটন শিল্পে ছন্দপতন ঘটে।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার জানান, পর্যটক নেই, আয়ও নেই। কর্মীদের বেতন দিতে পারছি না। আগাম বুকিং বাতিল করেছে অনেকে। এতে লোকসানের মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্টরা।

আলুটিলা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. মামুন জানান. নিষেধাজ্ঞার কারণে কোনো পর্যটক নেই। প্রতিদিনই আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে।

খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা কোকোনাথ ত্রিপুরা জানান, স্বাভাবিক সময়ে প্রকৃতিগত আলুটিলা গুহায় ২/৩ জন দর্শনার্থী আসে। ছুটিরদিনে বেড়ে ৬/৭ এক হাজারের বেশি দর্শনার্থী আসতো। অথচ এখন কেউ নেই।

খাগড়াছড়ির পরিবহণ ব্যবসায়ী নুরুল আলম জানান, গত ১৯শে সেপ্টেম্বর থেকে পর্যটক না আসায় পর্যটক নির্ভর পরিবহণ ব্যবসায়ীদের চরম দু-দিন যাচ্ছে। গাড়ির কিস্তির পরিশোধ দূরের কথা পরিবারের খাবারও ঠিক মতো জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। তিনি দ্রুত সময়ের মধ্যে খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

খাগড়াছড়ি হোটেল মালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি স্বপন দেবনাথ বলেন, খাগড়াছড়ি ও সাজেকে প্রায় দেড় শতাধিক হোটেল-রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু পাহাড়ে সহিংসতার পর ১৯শে সেপ্টেম্বর থেকে কোনো পর্যটক আসেনি। পূজার ছুটিতে এ সময় পর্যটন স্পটগুলো পর্যটককে মুখর থাকার কথা ছিল। অথচ আমাদের হোটেলসহ অন্যান্য আবাসিক হোটেলে কোনো কক্ষ বরাদ্দ হয়নি।

খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এস অনন্ত বিকাশ ত্রিপুরা পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, খাগড়াছড়ি পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। এখানে পর্যটনের সঙ্গে পরিবহণ শ্রমিক, কৃষিখাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটক সমাগম বাড়লে পাহাড়ে উৎপাদিত ফলসহ কৃষি পণ্যের চাহিদাও বাড়ে। অথচ এখন বিপরীত চিত্র। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে চলতে থাকলে কর্মচারী বিদায় দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। গত দুই সপ্তাহে পর্যটক সংশ্লিষ্ট খাতে অন্তত ১২কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সব মহলের সঙ্গে সমন্বয় করছি। নতুন করে যাতে কোনো সহিংসতা না হয়। সেজন্য প্রতিটি উপজেলা গুলোতেও সম্প্রীতি সভা করেছি। মানুষের মনে যে ভীতি ও আতঙ্ক রয়েছে তা দূর করার চেষ্টা করছি। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে তেমন একটা পরিবেশ আমরা তৈরির চেষ্টা করছি।

সহিংসতায় খাগড়াছড়িতে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বেড়েছে। ইতোমধ্যে প্রশাসন আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার মৃত্যু 

পাইকগাছায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

ডোমারে রংপুর ডিভিশন বাইকার্স ক্যাম্পিং অনুষ্ঠিত

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও সড়ক অবরোধ

ডোমারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পরিচিতি সভা

ধান ক্ষেতের ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ডোমারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বামুনিয়া ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে ভোল্ট পাল্টিয়েছে প্রশাসন, রাতের আধারে খুনি রেন্টুর পেট্রোল পাম্প চালু