Tuesday , 22 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

দেবহাটায় বহিষ্কৃত ছাত্রদল নেতা হলেন তাতীদলের সদস্য সচিব

প্রতিবেদক
Admin
October 22, 2024 10:08 pm

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক বহিষ্কৃত এক ছাত্রদল নেতাকে উপজেলা তাতীদলের সদস্য সচিব করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে নিয়ে দলের গঠনতন্ত্র লঙ্ঘন ও বহিষ্কৃত একজন কিভাবে একই দলের অন্য একটি অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেয়া যায় এই প্রশ্নের সৃষ্টি করেছে। এবিষয়টি উপজেলা বিএনপিসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জেলা তাতীদল, কেন্দ্রীয় তাতীদল ও বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানা গেছে, গত ইং ২৪/০৭/২৩ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারন সম্পাদক পদমর্যাদা) স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে সংগঠনের শৃঙ্খলা পরিপহ্নী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আবির হোসেন লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওনসহ ৪জনকে সাময়িক বহিষ্কার করা হয়। এমনকি ঐ চিঠিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও উল্লেখ করা হয়।

কিন্তু সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলেও গত ২০/১০/২৪ ইং তারিখে সাতক্ষীরা জেলা তাতীদলের আহবায়ক হাসান শাহরিয়া রিপন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম বহিষ্কৃত আবির হোসেন লিয়নকে সদস্য সচিব করে দেবহাটা উপজেলা তাতীদলের আহবায়ক কমিটি অনুমোদন দেন। এই বিষয়টি প্রকাশ হলে দেবহাটায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। নেতাকর্মীরা জানান, দলীয় শৃঙ্খলা পরিপহ্নী কাজের জন্য যাকে বহিষ্কার করা হলো সে কিভাবে আরেকটি অঙ্গ সংগঠনের সদস্য সচিব হয়।

এবিষয়ে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে দলের শৃঙ্খলা রাখার জন্য কঠিন নির্দেশনা দিচ্ছেন সেখানে দলীয় শৃঙ্খলা পরিপহ্নী কাজে অভিযুক্তকে কিভাবে আরেকটি অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেয়া হয়। ফরহাদ জানান, বিষয়টি দলের হাইকমান্ডসহ নেতৃস্থানীয় সকলকে অবহিত করা হবে।

এবিষয়ে দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম জানান, দলীয় শৃঙ্খলা পরিপহ্নী কাজে অভিযুক্তকে কখনো আরেকটি অঙ্গ সংগঠনে নেয়া যায়না। তিনি উপজেলা বিএনপির এক নেতার নাম উল্লেখ করে জানান, তার ইন্ধনে জেলা তাতীদলের নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নিয়েছে। সিরাজুল ইসলাম বলেন, তিনি ঢাকায় ছিলেন তার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি তিনি দেখছেন বলে জানান।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, উপজেলার এক বিএনপি নেতা দলীয় স্বার্থের চেয়েও নিজের স্বার্থকে বড় করে দেখেন। যার কারনে তিনি ইন্ধন দিয়ে জেলা তাতীদলের নেতৃবৃন্দকে প্রভাব খাটিয়ে এমন কাজ করিয়েছেন। এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব 

শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

ডোমারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পেকুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাইকগাছায় উপজেলা বিএনপির সাবেক সভাপতির মতবিনিময়

দেবহাটায় ভাতশালা কমিউনিটি ক্লিনিকে সিভিএ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সভা

পৃথক দুটি মামলায় সাবেক এমপি রশীদুজ্জামানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ডোমার চিলাহাটিতে গৃহবধু বিউটি বেগমের রহস্যজনক মৃত্যু, হত্যা নাকি আত্নহত্যা এ নিয়ে জণমনে নানা প্রশ্ন?

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ডোমারে গণঅধিকার পরিষদের নের্তৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা