Wednesday , 23 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

দেবহাটায় ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা

প্রতিবেদক
Admin
October 23, 2024 4:34 pm

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ কলিমউদ্দিন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য সাজু পারভিন প্রমুখ। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সীমান্ত সংলগ্ন সকল সরকারী বেসরকারী স্কুলকে আশ্রয় কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে। সভাপতি ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের এজিএম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। তারা যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। এছাড়া পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও শুকনা খাবার প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে বলে ইউএনও জানান।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত