Wednesday , 23 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

শামীমের বিরুদ্ধে করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে শিবগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Admin
October 23, 2024 10:35 am

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভূমি অফিসের গাড়ী চালক শামীম হোসেনের বিরুদ্ধে বগুড়ায় করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে শিবগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকাল শিবগঞ্জের লিখত সংবাদ সম্মেলনে শামীম হোসেন বলেন, গত ২০শে অক্টোবর  বগুড়া প্রেসক্লাবে শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃতঃ মোয়াজ্জেম হোসেনর স্ত্রী স্বপ্না খাতুন আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি আমাকে জড়িয়ে প্রতারণার মাধ্যমে জমি দখলের অভিযোগ করেছেন। প্রকৃত পক্ষে আমি যে জমি ক্রয় করেছে সেই জমি গৃহবধূ স্বপ্নার ছেলে ইমন প্রামাণিকের। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। আমার প্রতিবেশী সাজু চাচা জমিটি ক্রয় করার জন্য বাজার দরমতে চুক্তিবদ্ধ হয়।

স্বপ্না বেগমের ছেলে নাবলক হওয়ার কারণে আদালতের মাধ্যমে অভিভাবক মাতা নিযুক্ত হয় এবং তিনি আমাদেরকে মুরাদপুর মৌজার ১৬৩, ৯৫ ও ১৬৯নং দাগের মোট ২৮ শতক ৫৫০ বর্গ লিংক আমাদের নিকট স্বেচ্ছায় বিক্রির চুক্তি করেন। তিনি জমিটি সম্পাদন করার সময় এবং টাকা বুঝিয়ে নেওয়ার সময় স্বেচ্ছায় নিয়েছেন এবং স্বাপ্নার মেয়ে সাথী খাতুন এবং জনৈক আব্দুল কুদ্দুস শেখ রেজিঃ দলিলে স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেছেন। যাহার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।

ওই গৃহবধূ আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে শিবগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছে। যাহার কোন ভিত্তি নেই। আমি বা আমার পরিবারের সদস্য ওই গৃহবধুকে কোন ভয়-ভীতি বা হুমকি ধামকি প্রদান করিনি। তারা হঠাৎ করেই আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা একটি মহলের কু-প্ররোচনায় আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মোট জমির মোট মূল্য নির্ধারণ হয়েছিলো ৮ লক্ষ ৫০হাজার টাকা। ঐ জমির সরকারী ভেলুয়েশন ছিলো ৪৩ লক্ষ ২০হাজার টাকা সে হিসাবে প্রতি শতক ১লক্ষ ৫১ হাজার ১’শ ৭৬ টাকা।

সংবাদ সম্মেলনে আমার নামে ৫/৭ বিঘা জমি রয়েছে, তাহা সত্য নয়। প্রকৃত অর্থে আমার নামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ব্যতিত কোন জমি নেই। শুধু তাই নয় শংকরপুর গ্রামের একটি হিন্দু সম্প্রদায়ের জমি দখলের কথা বলা হয়েছে তাও মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। স্বপ্না বেগম আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসছে। আমি প্রশাসনকে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জোর দাবী জানাচ্ছি। সেই সাথে স্বপ্না বেগমকে মিথ্যা তথ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সাজু মিয়া, আল আমিন ও জহুরুল ইসলাম বাবু প্রমুখ।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ইউএনও ও এসি ল্যান্ডের অভিযানে অবৈধ নেট পাটা অপসারন

মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

পঞ্চগড়ে দুর্গা পূজা উপলক্ষ্যে প্রস্থুতিমুলক সভা

ডোমার ক্লাষ্টারের ৮জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা

ডোমারে সোনারায় ইউনিয়ন বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত

ডোমারে ইঞ্জিঃ তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালাইয়ে প্রাচীর টপকে এল ডাকাত, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ডোমারে বাচ্চাসাধুর আশ্রমে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

বীরগঞ্জে ড্রাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত-১