নিজেস্ব প্রতিনিধিঃ
আটোয়ারির কৃতি সন্তান এডভোকেট রিয়াজুল ইসলাম হলেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন আদালতে ৬৬৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ–সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সহঃ সরকারি কৌসুলি (এজিপি) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন এডভোকেট মো. রিয়াজুল ইসলাম।
তিনি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মো.ইসাহাক আলীর ছেলে। তিনি ২০১৮ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করেন, ২০২৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে সুপ্রিম কোর্ট বারের সদস্য পদ লাভ করেন। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় পঞ্চগড়ের আটোয়ারির মানুষ অভিবাদন জানিয়েছেন।