নিজেস্ব প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বগদুলঝুলা এলাকায় আকবর আলী খাঁন কারিগরী বানিজ্যিক কলেজ মাঠে বড়শশী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও খেলাধুলার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা।
এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল হক প্রধান রিয়েল, সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, বোদা পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন, সদস্য সচিব রাকিবুল হাসান রম্য, বড়শশী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মঈন ইসলাম মুসার, সদস্য সচিব রবিউল ইসলাম রাব্বী প্রমুখ।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।