আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলা ক্লাষ্টারের ৮জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা (এসসি) সরকারী প্রাথমিক বিদ্যালয়র হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার ক্লাষ্টার ভূক্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শিক্ষক মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় অতিথি হিসাবে উপজেলার ইউআরসি ইন্সটেক্টর অর্চনা রানী মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বিদায়ী শিক্ষক সহিদুল ইসলাম, গোলাম সারোওয়ার বাবু, শিক্ষক নাজিরা আক্তার ফেরদৌসী, শরিফুল ইসলাম মানিক প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, রাকিবুল হাসানসহ উক্ত ক্লাষ্টার ভূক্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকদের সুস্থতা কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।