আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য নীলফামারীতে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫’শ কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী সফল প্রতিষ্ঠান ‘আশা’।
মঙ্গলবার সকাল ১১টায় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর কাছে এসব কম্বল তুলে দেয়া হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, আশা জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম, সদরের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মোতাহার হোসেন, এমএসএমই ব্র্যাঞ্চের সিনিয়র ব্যবস্থাপক একরামুল হক, আশা জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার আবু লায়েজ, আশা ব্যবস্থাপক নরুজ্জামান ও মাসুম হায়দার উপস্থিত ছিলেন।
আশা জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম বলেন, দরিদ্র ও শীতার্ত মানুষদের কথা ভেবে অন্যান্য বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় ‘আশা’। এরই ধারাবাহিকতায় সামাজিক কর্মসুচির অংশ হিসেবে আমরা এবারও জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫’শ কম্বল হস্তান্তর করি। যা শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।