Saturday , 7 December 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

দেবহাটায় বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশন

প্রতিবেদক
Admin
December 7, 2024 7:04 pm

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় পারুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি লুৎফুন্নাহার লাকী। প্রধান অতিথি ছিলেন সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুর ইসলাম।

সংস্থাটির সাধারন সম্পাদক আসমা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংস্থাটির প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, সংস্থাটির উপদেষ্টা ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম ও নলতা ডায়াবেটিস হাসপাতালের এইচআইটি অফিসার মেহেদী হাসান। এসময় অনুষ্ঠানে সমাজকর্মী সবুজ হোসেন, সংস্থাটির কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা, যুগ্ম সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

কাউন্সিল অধিবেশনের ২য় অধিবেশনে উপজেলার ৫টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়। এই অনুষ্ঠানে নারীদের বিভিন্ন সেক্টরে অবদানের কথা উল্লেখ করে নারী জাগরনের প্রতি ও নিজেদের আত্ম স্বাবলম্বী করনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - রংপুর