আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>> নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কমিটির আহবায়ক আব্দুল মালেক মুকুল সওদাগড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
পৌর শাখার আহবায়ক রওশন রশিদের সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সভপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, পৌর বিএনপি’র সহ-সভাপতি মনছুর আলী, যুগ্ন-সম্পাদক মেরাজুল হক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা কমিটির সদস্য সচিব আতিদুল হক বাচ্চু, পৌর কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সোহাগ, সদস্য রনজিৎ কর্মকার, রাহাত চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় নব-গঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা এবং জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।