আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>> “নরী-কণ্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
“জয়িতা অন্বেনে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসাবে ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, পৌর কমান্ডার ইলিয়াস হেসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, শিক্ষক ফাতেমাতু জহুরা, জয়িতাপ্রাপ্ত শিউলী বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যুবউন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, নাজিরা আক্তার ফেরদৌসী, এ্যাড,মালা জেসমিন, পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এ্যসিসটেন্ট নাজমা বেগম, মানব কল্যান পরিষদ (যুক্ত প্রকল্পের) এরিয়া কো-অর্ডিনেটর পরিতোষ সেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে “জয়িতা অন্বেনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।