আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ গণ ও যুব অধিকার পরিষদ ডোমার উপজেলা শাখার নের্তৃবৃন্দের সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল আলম মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) দুপুরে নিবার্হী কর্মকর্তার নিজ কার্যালয়ে গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের ডোমার শাখার সকল নের্তৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান বাবু, সহ-সভাপতি লিটন মাহামুদ,আল-আমিন ইসলাম,যুব অধিকার পরিষদের সভাপতি শামিম ইসলাম শামিম,সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম নিরব, ছাত্র অধিকার পরিষদের সংগঠক গোলাম মোস্তফা গোলাপ, মহাব্বত আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও সংগঠক আল আমিন ইসলাম, রাশেদ ইসলাম, মাসুদ ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বর্তমান প্রেক্ষাপটে চলমান রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ কামনা করেন গণ ও যুব অধিকার পরিষদের নেতা ও কর্মীগণ।