পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী।
ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মাওলানা আবু সাদেক, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী কাজী মুশফিকুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরতেই শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।