দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। “নতুন বাংলায় শপফ করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ৫ম বারের মতো মাদক বিরোধী সাইকেল র্যালী ২০২৪ ইং।
প্রতিবছর ফেয়ার মিশনের আয়োজনে এই ঐতিহাসিক মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। ৫শতের অধিক সাইক্লিষ্ট এই মাদক বিরোধী সাইকেল র্যালীতে অংশগ্রহণ করে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে অনুষ্ঠিত এই মাদক বিরোধী সাইকেল র্যালীর শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় বহেরা পুষ্পকাটি মাঠে অনুষ্ঠিত হয়।
ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তালা ও দেবহাটার দায়িত্বপ্রাপ্ত এসপি সার্কেল হাসানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবু হাসান।
হাজারো মানুষের অংশগ্রহণের সাথে সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ৫ শতকের অধিক সাইক্লিষ্টদের অংশগ্রহণে বৈরি আবহাওয়ার মধ্যেও র্যালীটি ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ কুলিয়া, পারুলিয়া, সখিপুর গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা এবং পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে র্যালীর সমাপনী ঘোষণা করা হয়।
সকল পথসভায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্বরাও বক্তব্য রাখেন। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন এই অনুষ্ঠান সফলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।