Tuesday , 24 December 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

কালাইয়ে বিষ দিয়ে সরিষাখেত নষ্ট

প্রতিবেদক
Admin
December 24, 2024 9:03 pm

মো. গোলাম মর্তুজা, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে বিষ দিয়ে মহসিন আলী মন্ডল নামের এক বর্গাচাষির ৯২ শতক জমির সরিষা গাছ নষ্ট করার অভিযোগে উঠেছে । গত রবিবার দিবা গতরাতে উপজেলার পুনটগ্রাম ও মৌজার পূর্ব পাড়া মাঠে এ ঘটনা ঘটে। এঘটনায় গত সোমবার রাতে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পুনটপূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমান মন্ডলের ছেলে মহসিন আলী মন্ডল।

লিখিত অভিযোগে মহসিন আলী মন্ডল উল্লেখ করে জানান, কালাই উপজেলার গোপীনাথপুর-আকলা পাড়া গ্রামের সাবেক জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি মৃত আব্দুল কাদেরের ছেলে এবং এলাকার প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা যথাক্রমে-শাহীন ইসলাম, সাইফুল ইসলাম ও কিবরিয়া হোসেনের সাথে মহসিন আলী মন্ডলের জমিজমা নিয়ে দ্ব›দ্ধ চলমান আছে। এনিয়ে তাঁরা বিভিন্ন সময় মহসিন আলী মন্ডলকে নানা ভাবে হুমকিধামকি দিতেন। ঘটনার পারিপার্শ্বিকতায় অভিযুক্ত ওই তিনভাই এ কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। এতে তাঁর অন্তত ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায়, ঘটনার সুষ্ঠতদন্ত ও যথাযথ আইন পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনেরনিকট দাবি জানান তিনি।

সরেজমিনে নিমের পাড়া গ্রামের সফির উদ্দিন একই গ্রামের রওশন এবং পুনট পূর্বপাড়ার আফজাল হোসেন ও মেহের নেকাসহ ৭-৮ জনের সাথে কথা বলে জানা যায়, উপজোর পুনট পূর্বপাড়া গ্রামের বর্গাচাষি মহসিন আলী মন্ডল চলতি মৌসুমে ৯২ শতক জমিতে প্রায় ১ মাস আগে সরিষা রোপণ করেন। ইতোমধ্যে সরিষার চারা গজিয়ে কিছুটা বড় হয়েছে। গাছের মাথায় কুড়ি এসেছে। কিছু দিনের মধ্যে ফুলফুটতো। এ অবস্থায় গত রবিবার দিবা গতরাতে কে-বা কারা ওই সরিষার জমিতে আগাছা নাশক ছিটিয়েছেন। ফলে সরিষা গাছের পাতা ঝলসে গেছে। এ ধরনের ঘটনায় তাঁরা নিজেদের ফসল নিয়েও আতঙ্কে আছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহীন ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এটা ষড়যন্ত্র মাত্র। অভিযোগকারী নিজেই ওই সরিষার জমিতে আগাছা নাশক স্প্রে করে আমাদেরকে ফাঁসানোর অপচেষ্টা করছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, উপজেলার পুনট মৌজা ও গ্রামের একটি মাঠে আগাছানাশক ছিটিয়েছেন ৯২ শতক জমির সরিষা গাছ নষ্টকরা হয়েছেমর্মে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তকরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ের উদয়পুর ইউনিয়ন বিএনপির সম্পৃতি সভা

পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর পিতার দাফন কাজ সম্পন্ন

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

দেবহাটায় মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত

আ’লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির

বীরগঞ্জে বালুবাহী ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ডোমারে বাচ্চাসাধুর আশ্রমে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

ডোমারে রামাদান উপলক্ষ্যে জমিয়ত মহা-সচিবের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ