আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে উপজেলা ভূমি অফিসের সম্প্রসারিত রেকর্ডরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিসের দ্বি-তল ভবনে নব-নির্মিত সম্প্রসারিত রেকর্ডরুম প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মহোদয় ভূমি সেবা বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন তিনি। পরিশেষে উক্ত অফিসের লাগানো ফুলের বাগান পরিদর্শন করেন।
অপরদিকে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এলাকার সার্বিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করেন। এ সময় রাজনৈতিক নের্তৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।