আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সুন্দর পরিবেশে অবস্তিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্ব^য়ে গঠিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মকিম উদ্দিন ইসলামিয়া কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসা।
মাদ্রাসাটি টেপ্রিগঞ্জ ইউনিয়নের কোট ভাজনী হাজির হাট এলাকায় অবস্থিত। এখানে আরবি, বাংলা, ইংরেজী গণিত, কোরআন, হাদিস থেকে শুরু করে বিভিন্ন মাসয়ালা-মাসায়েল শিক্ষা দান করে এলাকার ব্যপক সুনাম বয়ে এনেছে।
প্রায় শতাধীক ছাত্র/ছাত্রী অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও এতিম শিশু। বিগত ২ বছর যাবত কমিটির লোকজন নিজ উদ্যোগে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে। শিক্ষার্থীর সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় নতুন ভবনের কাজ চলছে। পরিচালনা কমিটি জানান, অসহায় শিশুদের দ্বীনি এলেম শিক্ষার জন্য দেশের দানবীর ও স্ব-হৃদয়বান ব্যক্তিদের নগদ-০১৭৪৮-৮৬৪-৮২৩ অথবা বিকাশ- ০১৭৯৪-৭৯২-৩৭৫ নম্বরে। সহযোগিতার হাত দিতে এগিয়ে আসায় আহবান জানান।
দ্বীনি ইসলামের আলো ছড়িয়ে দিতে একদিন এই প্রতিষ্ঠানটি মাইল ফলক হিসাবে সুনাম বয়ে আনবে এমনটি আশা করেন এলাকাবাসী।