আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা শহরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার থেকে উপজেলা, পৌর এবং কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় এলাকায় আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু সহ অনেকে অংশ নেয়।
পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব আল আকাশের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারি কলেজ শাখা, ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়, সাবেক ছাত্রনেতা ইয়াছিন মোহাম্মদ সিথুন প্রমুখ বক্তব্য রাখেন।