আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সুনামধণ্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার আইডিয়াল একাডেমীতে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী।
এ সময় উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক সিদ্দিকুল ইসলাম, আমিনার রহমান, মাহাবুব আলম, জুয়েল ইসলাম, আসাদুজ্জামান আসাদ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, সুধীজন ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন। ২০২৫ সালের বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে আতœহারা হয়ে পড়ে শিশুরা। এখানে আরবি, বাংলা, ইংরেজী গণিত, কোরআন, হাদিস থেকে শুরু করে বিভিন্ন মাসয়ালা-মাসায়েল শিক্ষা দান করে এলাকার ব্যপক সুনাম বয়ে এনেছে।
দ্বীনি ইসলামের আলো ছড়িয়ে দিতে একদিন এই প্রতিষ্ঠানটি মাইল ফলক হিসাবে সুনাম বয়ে আনবে এমনটি আশা করেন অভিভাবক কাওছার আলম বকুল। শিক্ষার মান উন্নয়নে শিশুদের মেধাবী করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী।