আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সুনামধণ্য বিদ্যাপিঠ শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাইদুল ইসলামেন সভাপতিত্বে অতিথি হিসাবে জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক স্মুস্মিতা কুন্ডু, তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়, নিশিতা সুলতানা, ফারহা জেবিন লাবনী, মনিরা বেগম, মাসুদ রানা, আঞ্জুমান আরা রহমান ইতি, রুবিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রথম থেকে তৃতীয় শ্রেনীর সকল শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষার মান উন্নয়নে শিশুদের মেধাবী করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ প্রদান করেন বক্তারা।