আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মিনি ম্যরাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বৃহস্পতিবার সকাল ১১টায় ডোমার বাজার বাটার মোড়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির শুভ সুচনা করেন উপজলো নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
সেখান থেকে র্যালি নিয়ে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ম্যরাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় গালস্র্ গাইড, বয়েস স্কাউট, শিক্ষকসহ উপজেলা প্রশাসনে কর্মকর্তাগন অংশগ্রহন করেন। পরে ডোমার শিল্পকলা একাডেমীর উন্মক্ত মঞ্চে এক আলেঅচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলামের সভাপতিত্বে স্কাউট শিক্ষক হারুন-অর রশিদের সঞ্চালনায় অতিথি হিসাবে ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ শরীফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।