আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
প্রতি বছরের ন্যায় এ বছরও ডোমার উপজেলায় “লাভ শেয়ার বিডি” নীলফামারীর পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
“নিজেকে দিয়ে শুরু” এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “লাভ শেয়ার বিডি” নীলফামারীর আয়োজনে বুধবার (১লা জানুয়ারী) বিকালে ডোমার সাহাপাড়া এলাকায় বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু। এছাড়াও লাভ শেয়ার বিডি’র ডোমার উপজেলার কর্মী শরিফুল ইসলাম মানিক, মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, খালিদ মাহমুদ, অবঃ সার্জেন্ট আলমগীর হোসেন, আফসানা ইয়াসমিন আশা, আব্দুল আউয়াল লাকী, আনিছুর রহমান মানিক প্রমূখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিদের আলোচনা শেষে এলাকার শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, “লাভ শেয়ার বিডি” একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বেও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান সহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।