আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এলাকার ১৩ জনের নামে মামলা করেছে জাহিরুল ইসলাম নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়া এলাকায়। অভিযোগ সুত্রে জানাযায়, এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে জাহিরুল ইসলামের বাড়ীর পাশদিয়ে প্রতিবেশী প্রায় ২০টি পরিবারের লোকজন বাপ দাদার আমল থেকে চলাচল করতো।
ঘটনার দিন গত ২৬ ডিসেম্বর জাহিরুল উক্ত রাস্তা বেড়াচাটি দিয়ে বন্ধ করে পাকাঁ ঘড় নির্মাণ করতে থাকে। এতে করে ঐ এলাকার মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ সময় ভুক্তভুগি পরিবারের লোকজন বেড়াচাটি এবং ঘড় নির্মানে বাধাঁ প্রদান করে। বিষয়টি নিয়ে গণস্বাক্ষরিত কাগজ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। বিষয়টি নিয়ে গত ২৭ ডিসেম্বর দুপুরে ইউপি চেয়ারম্যান এবং গণ্যমাণ্যব্যক্তিগণ সালিশ বৈঠকের আয়োজন করেন।
এরই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, এলাকাবাসী বেড়াচাটি এবং দেয়াল ভেঙ্গে দেয়। এরই জের ধরে জাহিরুল ইসলাম বাড়ী ভাংচুর, মারধর এবং লুটপাটের অভিযোগ তুলে সংশ্লিষ্ট চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ ১৩ জনের বিরুদ্ধে গত ৩১ ডিসেম্বর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতংক এবং উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভুগি ইলিয়াস হোসেন বলেন, মারধর বা লুটপাটের কোন ঘটনায় ঘটেনি মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছে। জাহিরুল ইসলাম জানান, তারা দলবল নিয়ে আমার বাড়ী ভংচুর করে টাকা পয়সা লুটপাট করেছে, যার কারনে আমি মামলা করেছি। ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, আমি বিষটি নিয়ে সালিশ বৈঠক করতে গিয়ে নিজেই আসামী হলাম, এরচেয়ে বড় বিষয় কি হতে পারে। বিষয়টি সুষ্ট তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।