আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার জামিরবাড়ীতে নিজের জমিদিয়ে এলাকাবাসীর জন্য রাস্তা করে দিয়ে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন হুজুর পরিবারের চাচা ও ভাতিজা। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে আনন্দের যেন শেষ নেই।
ঘটনাটি উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী মাদ্রাসা পাড়ায় এলাকায়। জানাযায়, জামিরবাড়ী মাদ্রাসা পাড়া মসজিদের পাড় থেকে শুরু করে পূর্বদিকে রফিকুল মাস্টারের বাড়ী পর্যন্ত সেখানে প্রায় ৪৭টি পরিবার বসবাস করে। তাদের বাড়ীতে যাওয়ার চলাচলের রাস্তা না থাকায় চরম দূর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।
ভুক্তভুগি পরিবারের অনুরোধে এলাকার সৈয়দ খন্দকার এরফানুল হক পীর সাহেব এবং তারই ভাতিজা জামিরবাড়ী একরামিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ খন্দকার একরামুল হক বাদশা হুজুর তারা তাদের নিজ জমি দান করে এলাকাবাসীর জন্য ১২ফিট প্রসস্ত রাস্তা নির্মাণ করে দেন।
গত শুক্রবার দুপুরে উক্ত নতুন রাস্তাটির শুভ উদ্বোধন করেন চাচা এবং ভাতিজা মিলে এলাকার লোকজন। যার কারণে সুবিধা বঞ্চিত পরিবারের লোকজন অত্যান্ত খুশি হয়ে হুজুর পরিবারে জন্য কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। এমন মহৎ কাজে মানব সেবায় সহায়তা কারায় প্রসংশার জোয়ারে ভাসছেন হুজুর পরিবার।