মোরশেদ মন্ডল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ব্র্যাক এডাপটেশন ক্লিনিক এর জলবায়ু অভিযোজিত মাছ চাষ কর্মসূচির অধীনে “মাছ আহরণ দিবস” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কর্মসূচিতে অংশগ্রহণকারী মহজিদ পাড়া গ্রামের মৎস্যচাষী আব্দুর রহমানের পুকুরে জাল দিয়ে মাছ ধরার মাধ্যমে এই মৎস আহরণ দিবসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে মহজিদ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল মৎস্যচাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম হেড জলবায়ু পরিবর্তন কর্মসূচির আবু সাদাত মনিরুজ্জামান খান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি তৌসিফ আহমদ কোরেশী, ডেপুটি ম্যানেজার কানিজ-ফাতেমা- তুজ-জহুরা ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডাপটেশন ক্লিনিক এরিয়া ম্যানেজার ড.মোঃ জিল্লুর রহমান, সেক্টর স্পেশালিষ্ট কৃষিবিদ-মোঃ মোহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক মহজিদ পাড়া উচ্চ বিদ্যালয় প্রমুখ।
উল্লেখ্য সাপাহার উপজেলা বরেন্দ্র অঞ্চল হওয়ায় অধিক খরা প্রবণ। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু সহনশীল মাছ চাষ এই এলাকার জন্য একটি টেকসই সমাধান হতে পারে এই লক্ষ্যে এডাপটেশন ক্লিনিক এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে ৮ থেকে ১০ইঞ্চি সাইজের পোনা ছাড়া হয়েছিল যা মাত্র ৪ মাসেই বাজারজাত করা সম্ভব হয়েছে। এর সাফল্য হিসেবে এ চাষী ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা পোনা ও অন্যান্য খরচে দ্বিগুণ লাভ করেছেন।