আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
শহর দিয়ে ট্রাক চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং প্রতিরোধ, বাস কাউন্টারগুলো হাইওয়েতে স্থানান্তর, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১২ই জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা শহরের রেলগেট মোড়ে ‘হৃদয়ে ডোমার’-এর সহযোগিতায় ও নবজাগরণ ডোমারের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানা।
মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী’র সঞ্চালনায় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, শ্রমিক নেতা জাকিরুল ইসলাম বাবলু প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে ১২ দফা দাবি উপস্থাপন করেন বক্তারা। প্রত্যেকটি স্কুল-কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সংকেত স্থাপন, শহর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ সহ শ্রমিক কল্যাণের নামে চাঁদা আদায় ও অর্থ আত্মসাৎ করা ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান তারা।
মানববন্ধনে সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।