Tuesday , 14 January 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

ডোমারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

প্রতিবেদক
Anisur Rahman Manik
January 14, 2025 10:29 am

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতি প্রতিত সরকারের বৈষম্যমূলক নীতি, সিদ্ধান্ত ও আচরণ দূরীকরণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার শিল্পকলা একাডেমীর ভবনের সামনে থেকে র‌্যালি বেরকরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা শাখার সমন্বয়ক কাজী জাহাঙ্গীর আলম।

শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় মাওঃ মঈনুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম, রায়হান কবির রাজা, জিল্লুর রহমান, আয়শা সিদ্দিকা, জুয়েল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সরকারের বৈষম্যমূলক নীতি, সিদ্ধান্ত ও আচরণ দূরীকরণে এবং ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় করণের জোর দাবী জানান তারা। বক্তারা জানান তাদের দাবী মানা না হলে আগামীতে জেলা এবং ঢাকায় কেন্দ্রীয় ভাবে কঠোর আন্দেলনের হুশিয়ারী দেন ভুক্তভুগি শিক্ষকবৃন্দ। মানববন্ধন কর্মসূচি শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের কাছে স্বারকলিপি প্রদান করেন।

সর্বশেষ - রংপুর