দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অসহায় ও শীতার্থের মাঝে। দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়া হাটে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
আজ মজ্ঞলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সোনাহার ইউনিয়ন শাখার পক্ষ থেকে শীতার্থের মাঝে ২শ কম্বল উপহার দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি, আবুল বাশার বসুনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা বেলাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল আহমেদ, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি বেলাল হোসেন। সঞ্চালনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাহার ইউনিয়নের সভাপতি সাদিকুল ইসলাম। আরো উপস্তিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার ছাত্র শিবিরের রুমন ইসলাম সহ এলাকার নেত্রীবৃন্দ।