আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে পশ্চিম সোনারায় টংবান্দা এলাহী জামে মসজিদের উন্নয়নকল্পে এবং যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন এলাকার শতধীক স্বেচ্ছাসেবক যুবকদের মাঝে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়ব আলী বাবু এবং ওয়ার্ড সভাপতি আমিনুর রহমানের পক্ষথেকে শতাধীক পাঞ্জাবী বিতরণ করা হয়।
মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসাবে কুরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন অধ্যাপক হযরত মাওঃ মোঃ তৈয়বুর রহমান (সাতক্ষীরা)। বিশেষ মুফাচ্ছির হিসাবে হাফেজ মাওঃ মুহাম্মদ শফিকুল ইসলাম সাইফী, হাফেজ মাওঃ মোঃ নুর আলম বক্তব্য প্রদান করেন।
উক্ত মসজিদের সভাপতি মকলেছার রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সরকার, শ্রমিক দলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সমাজ সেবক মোরছালিন ইসলাম বাবু, নুর হক, ফরহাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।