দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুব বিভাগের আয়োজনে যুবকদের নিয়ে দিনব্যাপি ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা যুব বিভাগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী ইয়াছিন আরাফাত লিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা যুব বিভাগের টিম সদস্য আব্দুর রাজ্জাক, কুলিয়া যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলম, পারুলিয়া যুব বিভাগের সভাপতি ইয়াকুব আলী, সখিপুর যুব বিভাগের সভাপতি কবাইদুল রহমান, নওয়াপাড়া যুব বিভাগের সভাপতি আব্দুর রশিদ, দেবহাটা সদর যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।