আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত প্রবাসী সংগঠক নুর ইসলাম বর্ষন এর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাওয়াইয়া গানের উৎসব এবং গুণিজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ফ্রেব্রæয়ারি) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুর ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ এরশাদুল হক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সংগীত শিল্পী রংপুর ভাওয়াইয়া একাডেমীর সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রওশন রশিদ ও নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কের) নিয়াজ মেহেদী, ইউএসএ গ্রেটার রংপুর সমিতির প্রেসিডেন্ট খতিব উদ্দিন সরকার, নুরুল ইসলাম বিএসসি, ডাঃ ফিরোজ আলম চিনু, নাট্য সংগঠক মাসুদ বিন আমিন সুমন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান বিশিষ্ট গুণি ব্যক্তিদের মধ্যে ড. মোঃ এরশাদুল হক, নুর ইসলাম বর্ষন,এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রহিমা বেগম রুমা,ভূপতি ভূষণ বর্মা,মাসুদ বিন আমিন সুমনকে উত্তরবঙ্গীয় সম্মাননা স্বারক প্রদান করা হয়।
পরিশেষে কবিতা গানের আসর, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের গীত ও ভাওয়াইয়া গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ভূপতি ভূষণ বর্মা, রুমা চৌধুরী, নীনা মাশরাফি, আমজাদ হোসেন সহ অনেকে।