দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় আল-আকসা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ফেব্রুয়ারি মাগরিবের নামাযের পরে উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের টাউন শ্রীপুর দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আল-আকসা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা মেহেদী হাসান মিরাজ-এঁর সঞ্চালনায় ও সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা মোঃ আরিফ হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন টাউন শ্রীপুর দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি মোঃ আবুল হোসেন, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ হাসেম খাঁন, সংস্থার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ নাইম হাসান সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। এ সংস্থার উদ্যোগে টাউন শ্রীপুর দক্ষিণ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে প্রতি মাসের ১৫ তারিখ সন্ধ্যায় ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।