আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন ডোমার উপজেলার সর্বস্তরের মানুষ।
উপজেলা প্রশাসন আয়োজিত রাত ১২টা ১মিনিটে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম এবং পুলিশ প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী ও থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড, পৌর প্রশাসন, উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সহযোগি অঙ্গ সংগঠনেরর দলীয় নেতাকর্মী, স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরিশেষে সকল শহীদদের বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের স্বরণে পরদিন সকালে কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরিতে ডোমার বালিকা বিদ্যা নিকেতন, ইনডিপেনডেন্ট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র্যালি নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন।