আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মর্জিনা বেগম (৪০) এবং জামিলা খাতুন (২৬) নামে দুই গৃহবধুকে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী জিয়াউর রহমান এবং তার ভাই নজু ও সবুজের বিরুদ্ধে।
প্রতিবেশীর আঘাতে অসুস্থ অবস্থায় গৃহবধু মর্জিনা এবং জামিলা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ বিষয়ে ভুক্তভুগি পরিবারের পক্ষে জামিলার পিতা জয়নুল ইসলাম বিবাদীগণের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী খালপাড়া গ্রামে।
থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের গোলাম মোস্তফা ও নুর জামালের সাথে প্রতিবেশী আবু বক্করের ছেলে জিয়াউর রহমান এবং সুয়েল ও নজুর পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ চলে আসছে। ঘটনার দিন ১৭ ফেব্রæয়ারি বিকালে জিয়াউরদের ছাগল আব্দুর রউফ এর ভুট্টা ক্ষেতে ফসল নস্ট করাকে কেন্দ্র করে উভয় পক্ষের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে জিয়াউর, সুয়েল, নজু সহ তারা তাদের দলবল নিয়ে আব্দুর রউফকে মারধর করতে থাকে। তাকে বাচাঁতে মর্জিনা ও জামিলা এগিয়ে গেলে প্রতিবেশীরা তাদের লাঠি শোটা দিয়ে বেধরক মারপিট করে বলে অভিযোগ উঠেছে।
মর্জিনাকে বাচাঁতে তার স্কুল পড়–য়া ২ সন্তান মুশফিকুর ও মৌসুমি প্রতিবাদ করলে তাদেরকেও আঘাত করে প্রতিপক্ষরা। পরে এলাকাবাসী গুরুত্বর অসুস্থ অবস্থায় মর্জিনা এবং জামিলা উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে জানতে চাইলে জয়নুল এবং সুয়েল মারধরের কথা অস্বীকার করেন। জামিলা খাতুনের বাবা জয়নুল ইসলাম বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জনান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সঠিক তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগি পরিবার।