Thursday , 6 March 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

দেবীগঞ্জে প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে 

প্রতিবেদক
S Zaman Reza
March 6, 2025 1:01 am

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বার্ষিক ও রাজস্ব উন্নয়নের অর্থ কাগজ-কলমে লাখ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তার চিত্র ভিন্ন।অপ্রয়োজনীয় কাজ দেখিয়ে ও মালামাল ক্রয়ের নামে ভুয়া ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয় সচেতন মহলের।

জানা যায়,বার্ষিক ও রাজস্ব উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় পিআইসি কমিটির মাধ্যমে ২০ টি স্ক্রীম, ইজিপি টেন্ডারে তিনটি এবং আরএফকিউ চারটি টেন্ডার করা হয়। আরএফকিউ টেন্ডারের স্ক্রীম হল,দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয়ে বরাদ্দ ৫ লাখ, উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় বাবদ ৫ লাখ, উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন ৫ লাখ ও রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত বাবদ ২ লাখ বরাদ্দ হয়।

সম্প্রতি সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে কোথায় কোন কাজের চিহ্ন পাওয়া যায়নি। জানেই না প্রতিষ্ঠানগুলোর সভাপতি সম্পাদকসহ প্রধান শিক্ষকরা।শিল্পকলা একাডেমীটি পরিত্যক্ত, ঘরটির জানালাও নাই।তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাবটি দীর্ঘ দেড় দুই বছর ধরে দরজাও খোলা হয়নাই।সেখানকার সভাপতি ইউএনও অফিসে কর্মরত আজহারুল ও সম্পাদক কমিউনিটি ক্লিনিকে কর্মরত সাজ্জাদ বলেন,কয়েক বছর আগে ইউএনও প্রত্যয় হাসান স্যার বরাদ্দ দিয়েছিল।সেসময় আসবাবপত্র কিনেছি পরে আর কোন বরাদ্দ পাইনি।

উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অন্যন্যা ট্রেডার্স এর প্রোপাইটর দেলোয়ার হোসেন দেলু বলেন, আমাদের লাইসেন্স ব্যবহার করে প্রকৌশলী।তবে মালামাল দেওয়া হয়েছে।আমার সেখানে কমিশন বা কোন লাভ নাই।

তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রাপ্তী ট্রেডার্স এর প্রোপাইটর রফিকুল ইসলাম জানান,ওই কাজের বিষয়ে জানি না।শুনে আপনাকে পরে জানাবো।

উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন প্রকল্পে বরাদ্দ ৫ লাখ। রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত প্রকল্পের বরাদ্দ ২ লাখ টাকা।যার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহান ট্রেডার্স।কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে প্রোপাইটর রাসেল, পরে ফোন দিব বলে ফোনটি কেটে দেন।

দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) শাহরিয়ার ইসলাম শাকিল বলেন,প্রতিষ্ঠান গুলোতে চুরি হয়েছে।তবে কিছু মালামালা গুদামে আছে।পরিবেশ পরিস্থিতি ভাল হলে অংশীদারকে দিয়ে দিব।অংশীদাররা না জানার বিষয়ে তিনি বলেন,এখনো তাদেরকে জড়ানো হয়নি।তবে নিজেই ঠিকাদারি করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত