আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও মোবাইলে হেনস্তা এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডোমার সরকারী কলেজ শাখা আয়োজিত সোমবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয়। এসময় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল হক স্মরণ, ডোমার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মজিদুল ইসলাম, ছাত্রনেতা লিখন, রাতুল, আল সামস,সিয়াম, দিপ্ত, তারিন, ইমন সহ অনেকে বক্তব্য রাখেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের তিব্র নিন্দা জ্ঞাপন করেন তারা। এছাড়াও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির দাবী জানান। মানববন্ধেনে ছাত্রদলের নেতা ও কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
শিশু ধর্ষণকারী সহ ছাত্র আন্দোলনের সকল শহীদদের খুনিদের দ্রæত বিচারের জোর দাবী জানান কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাধারণ শিক্ষার্থীরা।