Monday , 17 March 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

তেঁতুলিয়ায় দায়সারা দায়িত্ব পালন খাদ্য পরিদর্শক রুবেলের, হাসিনা পালালেও রেখেছে তার নাম

প্রতিবেদক
S Zaman Reza
March 17, 2025 8:06 pm

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিতরনকৃত চালের বস্তায় বিগত স্বৈরশাসক ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নাম এবং স্বৈরাচার সরকারের স্লোগান পাওয়া গেছে৷ এদিকে এ ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদে  সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা মেলে।

পরিষদের হলরুমে দেখা যায়, টিসিবি চালের বস্তায় লেখা রয়েছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ ‘। অথচ গত বছরে ৫ আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সরকারের পক্ষ থেকে এই নাম ও স্লোগান মুছে ফেলার নির্দেশনা দেয়া হলেও তা সঠিক ভাবে মানা হয়নি তেঁতুলিয়া খাদ্য দপ্তরে৷  এখানে দায়াসাড়া ভাবে কিছু কিছু বস্তায় কালো কালি দিয়ে শুধু শেখ হাসিনার নাম মুছে দিলেও তার স্পষ্ট ভাবে দেখা যায়। কিছু কিছু বস্তায় একেবারে পরিষ্কারভাবেও দেখা যাচ্ছে শেখ হাসিনার নাম৷  এভাবে  সাধারন মানুষের মাঝে বিতরন করা হয়েছে বস্তার চাল।  তবে এ উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো:কামরুজ্জামান। তবে তিনি তেঁতুলিয়ায় না আসলেও দপ্তরের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম। তিনি নিজের মতো করে দপ্তরের কর্মকান্ড পরিচালনা করেন বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে বিষয়টি সাধারন মানুষকে সামাল দিতে  ফেসবুক লাইভেও করেছেন শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম। লাইভে তিনি মানুষকে ব্যালেন্স করার জন্য করেছেন উন্নয়ন ও সেবা প্রদানের গুনগান।

এই উপজেলার টিসিবির পণ্য সরবরাহকারী ডিলাররা বলছেন, অন্যান্য জেলা ও  উপজেলায় টিসিবির বস্তা পরিবর্তন করা হলেও তেঁতুলিয়া উপজেলায় এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখানে লোক দেখানো শুধু কিছু কিছু বস্তায় শুধু কালো রং দিয়ে মুছে দেওয়া হয়েছে।

টিসিবির ডিলাররা বলছেন, আমাদের যে সব বস্তা সরবরাহ করা হয়েছে সেই বস্তাই আমরা ব্যবহার করছি। কোন কোন জায়গা বস্তা পরিবর্তন এবং বস্তার গায়ের স্লোগানটি কালো কালি দিয়ে দেখানো হলেও আমাদের বেশিরভাগ বস্তাতে এখনো এসব পরিবর্তন করা হয়নি। তবে কোন রকম দায়সারা ভাবে মেশানো হয়েছ৷ এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রণ অফিস থেকেও আমাদের কোন নির্দেশনা দেয়নি।

এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাশাসক আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনাও। তবে সেই সরকারের প্রতিনিধি প্রেতাত্মরা এখনও কিছু কিছু জায়গায় বহাল তবিয়তে রয়েছে। খুব সুখ কৌশলে তারা তাদের কাজ করে যাচ্ছে।

তেঁতুলিয়া উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম বলেন,৪শ বস্তায় কালো কালি দিয়ে নাম মুছে দেয়া হয়েছে৷ তবে হয়তো দু একটিতে বাদ পড়তে পারে৷ যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তেঁতুলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামরুজ্জামান বলেন,আমরা আন্তরিকতার সহিত স্লোগানটি মেশানোর চেষ্টা করছি হয়তো মেশাতে গিয়ে মিসগাইড হয়ে গেছে। আমাদের নির্দেশনাও রয়েছে এ বিষয়ে। এক বছরের বস্তা স্টোরেজ রয়েছে এই বস্তাগুলো যখন গাড়িতে কয়েকজন লেবার লোড করেন সে সময় এই মিসগাইড হয়ে যায়৷

এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খুসরু  বলেন,এমন ঘটনা এর আগেও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে ঘটে ছিল ৷ আমি বিষয়টি খাদ্য অফিসকে অবগত ও সচেতন করেছি। একই সমস্যা আজকেও ঘটেছে৷ আমি বিষয়টি আমার উদ্ধর্তন কর্মকর্তাকে জানিয়েছি।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৩ ছাত্রকে চিকিৎসা সহায়তা প্রদান

ডোমারে শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব

ডোমারে বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

ডোমার ক্লাষ্টারের ৮জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা

পাইকগাছার চাঁদখালীর ১ ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বীরগঞ্জে ভোল্ট পাল্টিয়েছে প্রশাসন, রাতের আধারে খুনি রেন্টুর পেট্রোল পাম্প চালু

কালাইয়ে অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনার উদ্বোধন

ডোমারে সেনারায় ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল